Site icon Jamuna Television

বিএনপির কেন্দ্রীয় অফিসই গুজবের বড় কারখানা: কাদের

বিএনপির কেন্দ্রীয় অফিসই গুজবের সবচেয়ে বড় কারখানা। এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে ধানমন্ডিতে স্বেচ্ছাসেবক লীগের ২৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

এসময় তিনি আরো বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়েও অপপ্রচার চালাচ্ছে বিএনপি। ওবায়দুল কাদের বলেন, অপপ্রচারের কারণে দেশবাসী এখন বিএনপির সত্য কথাও বিশ্বাস করে না। আতঙ্ক ছড়ানো, গুজব ছড়ানো এবং বিদেশে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তারা একই কিনা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Exit mobile version