Site icon Jamuna Television

সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে নির্বাচন কমিশন। আজ বুধবার সংলাপে অংশ নেন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা।

নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে সকাল ১০টায় শুরু হওয়া সংলাপ চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। আমন্ত্রিত ৩৭ জন সাংবাদিক-সম্পাদকের মধ্যে সবাই বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের বেশিরভাগই ইসি’কে যথাযথভাবে সাংবিধানিক দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।

তবে নির্বাচনে সেনা মোতায়েন ও না ভোটের পক্ষে-বিপক্ষে উভয় ধরনের মত দেন সংলাপে অংশগ্রহণকারীরা।

বৈঠক শেষে নির্বাচন কমিশনের সচিব জানান, উপস্থিত সবার মতামত লিপিবদ্ধ করা হয়েছে। অন্যদের সাথে বৈঠক শেষে গ্রহণযোগ্য মতামতের বিষয়ে সিদ্ধান্ত নেবে কমিশন।

আজকের সংলাপে অংশ নেয়া প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা হলেন, নিউএজ সম্পাদক নূরুল কবির, যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, ইত্তেফাকের ব্যবস্থাপনা সম্পাদক আশিস সৈকত, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক মোস্তফা কামাল, মানবজমিন প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, আমাদের অর্থনীতি সম্পাদক নাঈমুল ইসলাম খান, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, জাতীয় প্রেসক্লাবের সভাপতি মুহাম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, বিএফইউজের একাংশের সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক, বিএফইউজের অপর অংশের মহাসচিব মুহাম্মদ আবদুল্লাহ, সাংবাদিক মাহফুজউল্লাহ, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, আমানুল্লাহ কবীর, সাপ্তাহিক সম্পাদক গোলাম মর্তুজা, কলাম লেখক বিভুরঞ্জন সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক মাহবুব কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, দৈনিক সংবাদের নির্বাহী সম্পাদক খন্দকার মুনীরুজ্জামান, যায়যায়দিনের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী রুকুনউদ্দীন আহমেদ, সাংবাদিক কাজী সিরাজ ও সাংবাদিক আনিস আলমগীর।

আগামীকাল ইসির সাথে সংলাপে বসবেন ইলেকট্রনিক মিডিয়া, রেডিও এবং অনলাইন সংবাদমাধ্যের বার্তা প্রধানরা।

/কিউএস

Exit mobile version