Site icon Jamuna Television

পাকিস্তানে পৃথক হামলায় নিহত ১০ সেনা

পাকিস্তানে পৃথক দুই হামলায় প্রাণ গেছে অন্তত ১০ সেনা সদস্যের। এসব ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। শনিবার সংঘাতপ্রবণ খাইবার পখতুনখোয়া এবং বেলুচিস্তানে এসব হামলা হয়।

সেনাবাহিনী জানায়, খাইবার পখতুনখোয়া প্রদেশের আফগান সীমান্তবর্তী নর্থ ওয়াজিরিস্তান জেলায় সেনা সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। এতে প্রাণ যায় টহলরত ছয় সেনার। আর বেলুচিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় গোলাগুলিতে নিহত হয় চার প্যারামিলিটারি সদস্য। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

Exit mobile version