Site icon Jamuna Television

ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই মেয়রকে প্রধানমন্ত্রীর নির্দেশ, জানালেন কাদের

ডেঙ্গু মোকাবেলায় কার্যকর ওষুধ ছিটাতে দুই সিটি মেয়রকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে ধানমন্ডি বত্রিশ নম্বরে বন্যার্তদের ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে একথা জানান তিনি। বানভাসি মানুষের মধ্যে বিতরণের জন্য দলের ত্রাণ হস্তান্তর করেন ওবায়দুল কাদের।

এ সময় তিনি জানান, আওয়ামী লীগ শুধু বন্যার সময়েই নয়, বন্যা পরবর্তী সময়েও পুনর্বাসন পর্যন্ত বানভাসি মানুষের পাশে থাকবে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, বিএনপি ত্রাণ বিতরণের নামে ফটোসেশন করেছে, লোক দেখানো ত্রাণ বিতরণ করেছে। তিনি বলেন, ডেঙ্গু আতংক দূর করতে সারাদেশে সচেতনতামূলক সভা করবে আওয়ামী লীগ।

Exit mobile version