Site icon Jamuna Television

ধলেশ্বরী নদীতে নিখোঁজ ৩ শিক্ষার্থীর মধ্যে ১ জনের লাশ উদ্ধার

সাভারের ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ধানমন্ডি আইডিয়াল কলেজের ৩ শিক্ষার্থীর মধ্যে আকাশ নামে একজনের মরদেহ পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

এখনও নিখোঁজ রয়েছে রাজন ও মেহেদী নামে অপর দুই শিক্ষার্থী।

রবিবার সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর সাভারের ব্যাংক টাউন ঘাট থেকে নিখোঁজ শিক্ষার্থী আকাশের মরেদহটি উদ্ধার করা হয়।

এর আগে গত কাল সকাল ১১টার দিকে ধলেশ্বরী নদীর ব্যাংক টাউন এলাকায় নদীতে গোসল করতে নামে ধানমন্ডি আইডিয়াল কলেজের ১১ শিক্ষার্থী। গোসলের এক পর্যায়ে স্রোতে ভেসে ও ডুবে যায় ৩ জন। পরে গতকাল রাত ৮টা পর্যন্ত তাদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে আজ সকাল ৭টা থেকে দ্বিতীয় দফায় উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

Exit mobile version