Site icon Jamuna Television

মেসির বিকল্প খুঁজছে বার্সা

লিওনেল মেসি পরবর্তী সময় নিয়ে এখন থেকেই পরিকল্পনা শুরু করেছে বার্সেলোনা। বিষয়টি জানিয়েছেন ক্লাব প্রেসিডেন্ট হোসে বার্তামেউ।

এখনি বুট জোড়া তুলে রাখছেন না লিওনেল মেসি। তবে মেসি পরবর্তী সময় নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে বার্সেলোনা। চলতি মৌসুমের দল বদলেও সরব দেখা গেছে ক্লাবটিকে।

বড় ছয়টি ট্রান্সফারের মধ্যে তিনটিই করেছে বার্সেলোনা। যার মধ্যে অন্যতম অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে উড়িয়ে আনা আতোয়াইন গ্রিজম্যান। মেসি পরবর্তী সময় নিয়ে কাজ করলেও মেসি দীর্ঘদিন বার্সেলোনার হয়ে খেলবেন বলে আশা করেছেন বার্সা প্রেসিডেন্ট।

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচের জন্য দলের সাথে ছিলেন না মেসি। তবে আগামী মাসে যুক্তরাষ্ট্রে দ্বিতীয় প্রস্তুতি পর্বে দলের সাথে যোগ দিবেন এলএমটেন।

Exit mobile version