
বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে মাসিক পাঁচ লাখ টাকার প্রথম কিস্তি পরিশোধে গ্রিন লাইন কর্তৃপক্ষকে আরও এক সপ্তাহ সময় দিয়েছেন আদালত। আজ দুপুরে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের এ সময় দেন।
গ্রিন লাইনের নতুন আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৮ জুলাই শুনানির পরবর্তী দিন ধার্য করেন। আগামী সপ্তাহে আদেশ বাস্তবায়ন করে আসার নির্দেশ দেন আদালত।
গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিন লাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার।
 
 
				
				
				 
 
				
				
			


Leave a reply