Site icon Jamuna Television

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রচারণা শুরু

রংপুর সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ চলছে। প্রতীক হাতে পেয়েই নির্বাচনী প্রচারণা শুরু করে দিচ্ছেন প্রার্থীরা। সকাল ৮ টা থেকেই আঞ্চলিক নির্বাচন অফিসে এ কার্যক্রম শুরু হয়। রংপুর নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে কর্মী সমর্থকদের সাথে নিয়ে রির্টানিং অফিসারের কার্যালয়ে প্রতীক নিতে আসছেন প্রার্থীরা।

দ্বিতীয় বারের মত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে চূড়ান্ত প্রার্থী ৭ জন। এর মধ্যে রাজনৈতিক দলের ৬ জন। স্বতন্ত্র প্রার্থী আছেন একজন। রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বীদের মধ্যে নৌকা প্রতীক নিয়ে লড়ছেন আওয়ামী লীগের সরফুদ্দীন আহমেদ ঝন্টু। বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কাওছার জামান বাবলা। লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টি থেকে মোস্তাফিজার রহমান মোস্তফা। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ‘বাসদ’ থেকে মই প্রতীক নিয়ে লড়ছেন আবদুল কুদ্দুস। হাতপাখা প্রতীক নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এ টি এম গোলাম মোস্তফা। এছাড়া ন্যাশনাল পিপলস পার্টি থেকে দলীয় প্রতীক আম নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন সেলিম আখতার। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হলেও জাতীয় পার্টির বিদ্রোহী প্রার্থী হিসেবে পরিচিতি হোসেন মকবুল শাহরিয়ার আসিফ। তাকেই কেবল প্রতীক বরাদ্দ দেয়া হবে।

এছাড়া ৩৩ টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে লড়ছেন ২১১ জন। ১১ টি সংরক্ষিত নারী কাউন্সিল পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬৫ জন। রংপুর সিটি করপোরেশনে  মোট ভোটার ৩ লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে পুরুষদের তুলনায় নারী ভোটার বেশি ১ হাজার ২৮২ জন। এবার ভোটার বেড়েছে ৩৬ হাজার ২৫২ জন। এবারের নির্বাচনে প্রার্থীরা আনুষ্ঠানিক প্রচারণার সুযোগ পাচ্ছেন ১৪/১৫ দিনের মত। দ্বিতীয় বারের মত নগর পিতা বাছাইয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ ডিসেম্বর।

Exit mobile version