Site icon Jamuna Television

লঙ্কানদের সাথে টস জিতে ব্যাটিং এ বাংলাদেশ

শ্রীলঙ্কার সাথে সিরিজের ২য় ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিল টাইগাররা।

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া এ ম্যাচে এবার পেসার রুবেল হোসেন এর বদলে খেলবেন তাইজুল।

সিরিজের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ৩১৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯১ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচ সিরিজে ১-০তে পিছিয়ে পড়েছে সফরকারীরা।

প্রথম ম্যাচে বাজে বোলিং ও ফিল্ডিং ডুবিয়েছে বাংলাদেশকে। ব্যাটিংয়েও ভালো করতে পারেনি দল। তবে দ্বিতীয় ম্যাচে আজ ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম। তিনি বলেন, ‘একটা সময় মনে হচ্ছিল আমাদের লক্ষ্য (প্রথম ম্যাচে) ৩৫০-৩৬০ রানে ঠেকবে। সেখান থেকে ছেলেরা ঘুরে দাঁড়িয়ে মানসিক শক্তির পরিচয় দিয়েছে। আমাদেরকে এখন দ্রুত গুছিয়ে উঠতে হবে। আরও দুটি ম্যাচ বাকি আছে। আশা করি আমরা আরও ভালো করব।’

Exit mobile version