Site icon Jamuna Television

পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ভারত

৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে খেলতে যাবে ভারত। আগামী সেপ্টেম্বরে ডেভিস কাপ টাই খেলতে ইসলামাবাদে যাবে ভারতীয় টেনিস দল।

শনিবার বিষয়টি নিশ্চিত করেছে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন।

সফর প্রসঙ্গে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশনের সচিব হিরণময় চট্টোপাধ্যায় জানান,‘ডেভিস কাপ টাই কোনো দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটি টেনিসের বিশ্বকাপ। তাই এখানে দুই দেশের রাজনৈতিক বৈরিতাকে আমলে নেয়ার সুযোগ নেই। আমরা কোনো সমঝোতাও করতে পারব না। তাই সেপ্টেম্বরে আমরা পাকিস্তানে যাচ্ছি।’

এদিকে এমন সংবাদে বেশ নড়েচড়ে বসেছে ক্রিড়াঙ্গন। ভারতীয় টেনিস দলের এই পাকিস্তান সফর দুই দেশের ক্রীড়াক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দিতে পারে বলে মত দিচ্ছেন বিশ্লেষকরা।

সম্প্রতি পাকিস্তানি শুটারদের ভারতে আসার ভিসা দেয়নি ভারতীয় সরকার। আন্তর্জাতিক স্পোর্টস কমিউনিটির কোনো চাপই কানে তোলেননি মোদি সরকার।

এ ঘটনার পর ভারতীয় টেনিস অ্যাসোসিয়েশনের এমন সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন ক্রিড়াঙ্গনের ব্যক্তিত্ব।

সফরকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ)।

খেলার আগে ভেন্যু ও সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখবে তারা। পাকিস্তান টেনিস ফেডারেশনের পক্ষ থেকে আমন্ত্রণপত্র পাওয়ার পরই ভারতীয় খেলোয়াড়দের ভিসার জন্য আবেদন করবে এআইটিএ।

টেনিসে অনুমিত মিললেও দুই দেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ক্রিকেটে পাক-ভারত দ্বি-পাক্ষিক সিরিজ দেখা যাবে কী? এখন এই প্রশ্ন উঠেছে ক্রিকেটমহলে।

২০০৭ সালের পরে পাকিস্তানের মাটিতে কোনো খেলায় অংশ নেয়নি ভারতীয় ক্রিকেট দল।

প্রসঙ্গত ডেভিস কাপে পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত। ডেভিস কাপ টাই-এ এখনো পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত। ছয় বারের সাক্ষাতে প্রতিবারই ভারত টেনিস দল জিতেছে।

সূত্র: যুগান্তর

Exit mobile version