Site icon Jamuna Television

প্রাণসহ ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ৫ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ

প্রাণসহ ১৪ কোম্পানির পাস্তুরিত দুধ উৎপাদন ৫ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেন।

১৪ টি কোম্পানিগুলো হলো- আফতাব মিল্ক এন্ড মিল্ক প্রডাক্টস, আকিজ ফুড এন্ড বেভারেজ, আমেরিকান ডেইরি, বাংলাদেশ মিল্ক প্রডাক্টস, বারো আউলিয়া ডেইরি মিল্ক এন্ড ফুড, ব্রাক ডেইরি এন্ড ফুড প্রজেক্ট, ড্যানিশ ডেইরি ফার্ম, ইছামতি ডেইরি এন্ড ফুড প্রডাক্টস, ইগলু ডেইরি, প্রাণ ডেইরি, উত্তরবঙ্গ ডেইরি, শিলাইদহ ডেইরি, পূর্ববাংলা ডেইরি এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ ও তানিয়া ডেইরি এন্ড ফুড প্রডাক্টস।

বিস্তারিত আসছে…

Exit mobile version