Site icon Jamuna Television

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে বাঁচা -মরার লড়াইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। মাত্র ৮৮ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। সৌম্য সরকারকে দিয়ে শুরু। দলীয় ২৬ রানের সময় নুয়ান প্রদীপের বলে এলবিডব্লিউ হয়ে যান তিনি। মাত্র ৫ রান পরই উদানার বলে প্লেইড অন হয়ে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। এরপর মিঠুন-মাহমুদউল্লাহ’র ব্যাটে স্বপ্ন দেখলেও ১৫-তম ওভারে মিঠুনের বিদায়ে সেটি ধূলিস্যাৎ হয়ে যায়। সঙ্গীকে হারিয়ে মাহমুদউল্লাহও যেন দিশেহারা। দলীয় স্কোরবোর্ডে ৪ রান যোগ হতে না হতেই বোল্ড হয়ে ফিরে যান তিনিও। ৮৮ রানের মাথায় রান আউটের খড়গে পড়েন সাব্বির রহমান।

এর আগে, মালিঙ্গা যুগ পরবর্তী ওয়ানডে খেলতে নেমে টস হারে শ্রীলঙ্কা। মালিঙ্গাকে হারিয়ে তাদের বোলিং ধার যে কমেনি সেটিই যেন প্রমাণ করতে চাইছে লঙ্কানরা।

Exit mobile version