Site icon Jamuna Television

গাড়ি ভাঙচুর মামলায় চুয়াডাঙ্গা যুবদলের সভাপতি কারাগারে

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

নাশকতার মামলায় চুয়াডাঙ্গা জেলা যুবদলের সভাপতি শরিফ-উর জামান সিজারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

রোববার বিকেলে চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম নুরুল ইসলাম তাঁর জামিন আবেদন না’মঞ্জুর করে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ০৮ ডিসেম্বর চুয়াডাঙ্গা শহরের ভিজে স্কুলের সামনে গাড়ী ভাংচুরের ঘটনা ঘটে। এ মামলায় জেলা যুবদলের সভাপতি শরীফ উর জামান সিজারসহ দলীয় নেতাকর্মীদের আসামি করে পুলিশ মামলা দায়ের করে।

চুয়াডাঙ্গা কোর্ট ইন্সপেক্টর তোজাম্মেল হক জানান, এ মামলায় আদালতে হাজির না হওয়ায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। দীর্ঘদিন পর শরীফ উর জামান সিজার রোববার বিকালে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

Exit mobile version