Site icon Jamuna Television

পাবনায় এক হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী আটক

পাবনা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে এক হাজার পিস ইয়াবাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো-বেড়া উপজেলা সানিলা এলাকার চাঁদ আলীর ছেলে নুর ইসলাম (২৫), সানিলা দক্ষিণপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে ইউনুস আলী (২৮), বেড়া নতুনপাড়া এলাকার মোক্তার সরদারের ছেলে কলিম সরদার (২৬) ও বেড়ার হাতিগাড়া এলাকার জয়নাল মোল্লার ছেলে দুলাল মোল্লা (৩৫)।

র‌্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এস এম জামিল আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় সাঁথিয়া উপজেলার আমাইকুলা গ্রামের বটতলা মোড়ে অভিযান চালায় র‌্যাব। অভিযানে ঘটনাস্থল থেকে উল্লেখিত চার মাদক ব্যবসায়ীকে আটক ও তাদের কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট, নগদ ১৬ হাজার ২শ’ টাকা এবং একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় সাঁথিয়া থানায় মামলা দায়ের করে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Exit mobile version