Site icon Jamuna Television

বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে দুদকের জিজ্ঞাসাবাদ

বেসিক ব্যাংকের অর্থ আত্মসাৎ মামলায় সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন-দুদক।সকাল সাড়ে ৯টার দিকে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছেন দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। তিনি আরও বলেন, প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে। গত ২৩ ডিসেম্বর প্রায় সাড়ে তিন হাজার কোটি টাকা লোপাটের ঘটনায় বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চুসহ পরিচালনা পর্ষদের ১১ জনকে জিজ্ঞাসাবাদ করতে নোটিশ দেয় দুদক। গতকাল ঋণ জালিয়াতির বিষয়ে বেসিক ব্যাংকের সাবেক পরিচালক মো. আনোয়ারুল ইসলাম ও আনিস আহমদকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

Exit mobile version