Site icon Jamuna Television

সন্ধ্যায় সোহওয়ার্দী উদ্যানে র‌্যাবের অভিযান, নারীসহ আটক ৪৭

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় মাদক বিক্রি ও সেবনের দায়ে ৪৭ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে দুইজন নারী রয়েছেন। আটকরা দীর্ঘদিন ধরে এ ঐতিহাসিক উদ্যানটিতে মাদক বিক্রি ও সেবন করে আসছিলেন বলে জানিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার সন্ধ্যা ৭টার দিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন।

এতে মাদক সেবন ও বিক্রির দায়ে ৪৭ জনকে আটক করা হয়। র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম গণমাধ্যমকে জানান, বেশ কিছুদিন ধরে তদন্ত করে মাদক বিক্রির বিষয়ে নিশ্চিত হয়ে জড়িতদের আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে বিভিন্ন মাদক ও মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। আইনানুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন তিনি।

Exit mobile version