Site icon Jamuna Television

বাউফলে ব্যবসায়ী‌কে গলা কেটে হত্যার চেষ্টা

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর বাউফলে শহিদুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ী‌কে গলায় ও পেটে ধারালো অস্ত্র দিয়ে কু‌পি‌য়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার মহিলা কলেজের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। তা‌কে রক্তাক্ত অবস্থায় রাস্তার পা‌শে ফে‌লে রে‌খে গে‌লে স্থানীয়রা উদ্ধার ক‌রে উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি ক‌রে। প‌রে অবস্থার অবন‌তি হ‌লে আশঙ্কাজনক অবস্থায় তা‌কে ব‌রিশাল শেবা‌চিম হাসপাতা‌লে পাঠা‌নো হয়।

স্থানীয় সুত্রে জানাগেছে, ব্যবসায়ী শহিদুল ইসলাম (৪৫) কে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে- ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা তা‌কে কু‌পি‌য়ে‌ছে তাৎক্ষ‌ণিকভা‌বে স্থানীয়রা তা বল‌তে পা‌রেন‌নি।

বিষয়টি নিশ্চিত করে বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, আহত শ‌হিদুল একজন চা বিক্রেতা। তার গলায় ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে এ ঘটনা ঘটতে পারে।

Exit mobile version