Site icon Jamuna Television

স্বাধীনতা দিবসে হামলা ঠেকাতে কাশ্মিরে অতিরিক্ত সেনা মোতায়ন

ভারতের স্বাধীনতা দিবসে হামলা ঠেকাতে জম্মু-কাশ্মিরে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত ১০ হাজার সদস্য। রোববার, শীর্ষ গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে তথ্যটি জানায় ভারতীয় গণমাধ্যমগুলো।

গোয়েন্দা সূত্র জানায়, সম্প্রতি পাকিস্তান গোয়েন্দা বাহিনীর বেশকিছু ষড়যন্ত্র নস্যাৎ করেছে ভারত। যারফলে, বিশেষ কোন দিবসকে টার্গেট করে হামলা চালাতে মরিয়া- ISI। তাদের উদ্দেশ্য সফলের জন্য জম্মু-কাশ্মির সবচেয়ে উপযুক্ত স্থান। কারণ, রাজ্যটির সীমান্ত নিরাপত্তা সবচেয়ে দুর্বল। অমরনাথ যাত্রাও হামলার শিকার হতে পারে- এমন শঙ্কা ভারতীয় গোয়েন্দাদের।

শুক্রবার গভীর রাতে অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েনের নির্দেশ দেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এরপরই উপত্যকায় ছড়ায় উত্তেজনা। অধিবাসীদের অভিযোগ, জম্মু-কাশ্মিরকে দেয়া বিশেষ সম্মান সংবিধানের ৩৫ এবং ৩৭০ নম্বর ধারা বিলোপ করতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

Exit mobile version