Site icon Jamuna Television

চৌমুহনীতে ভয়াবহ আগুনে ২৫টি দোকান পুড়ে ছাঁই

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী জেলার প্রধান বাণিজ্য এলাকা চৌমুহনী রেল ষ্টেশনের পুর্ব-দক্ষিণ পাশে ভয়াবহ আগুনে পুড়ে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

সোমবার রাত ২ টার সময় এ আগুন লাগার ঘটনা ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস এর সাতটি ইউনিট।

জেলা ফায়ার সার্ভিসের সিনিয়র ম্যানেজার হুমায়ুন কার্নায়েল জানান, রাত দুই টার সময় চৌমুহনী রেলস্টেশনের পুর্ব-দক্ষিণ পাশে মার্কেটগুলোতে আগুন লাগে। খবর পেয়ে চৌমুহনী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সহ জেলা সদর মাইজদী, সোনাইমুড়ী,কোম্পানীগঞ্জ ও ফেনী থেকে মোট সাতটি ইউনিট আগুন নেভানোর জন্য ঘটনাস্থলে আসে। সবগুলো ইউনিট প্রায় দেড় থেকে দুই ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে ২৫ টি দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে।

জানা যায়, পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্রোকারিজ, প্লাস্টিকের সামগ্রী এ্যালুমিনিয়াম, ঔষধ সামগ্রীসহ বিভিন্ন পণ্যে সামগ্রীর দোকান ছিল। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো পরিমাপ করা সম্ভব হয়নি। তবে আনুমানিক কয়েক কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ দিকে প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

Exit mobile version