Site icon Jamuna Television

মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের ২২ সদস্য আটক

রাজধানীর মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এদের মধ্যে আটজনকে দুর্ধর্ষ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এই আটজন ‘লারা দে’ ও ‘লেভেল হাই’ গ্যাংয়ের সদস্য।

আট কিশোর গ্যাং সদস্যরা হলো– জিসান, হৃদয়, শাকিল, অভিক, ডি কে সানি নাঈম, মানিক ও মীম।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) আনিসুর রহমান জানান, অভিযান চালিয়ে মোহাম্মদপুর থেকে কিশোর গ্যাংয়ের ২২ সদস্যকে আটক করেছে পুলিশ।

তাদের বিরুদ্ধে মাদক বিক্রি ও ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

মোহাম্মদপুর এলাকায় তারা গ্যাং তৈরি করে নানা আইনবিরোধী কাজ করে আসছিলেন। আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Exit mobile version