Site icon Jamuna Television

ভূমিকম্পে কাঁপলো পশ্চিমবঙ্গ ও কাশ্মির

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম এলাকা। গত রাত ৩টা নাগাদ কম্পন অনুভূত হয়। ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল পুরুলিয়ার কেন্দা অঞ্চল। ভুপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার নীচে এই কম্পনের কেন্দ্রস্থল ছিল।

জানা গেছে, মধ্যরাতের ২টা ৫০ মিনিটে প্রথম বার রিখটার স্কেলে ভূকম্পনের তীব্রতা ছিল ৪.১। রাত ২টা ৫৬ মিনিটে দ্বিতীয় বার রিখটার স্কেল অনুযায়ী কম্পনের তীব্রতা বেড়ে হয় ৬.৭। এই তীব্র ভূকম্পনে কেঁপে উঠে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ গোটা জঙ্গলমহল। ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর এখনও জানা যায়নি।

একই সময়ে জম্মু কাশ্মিরেও ভূমিকম্প অনূভুত হয়েছে। তবে কোথাও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভূমিকম্পের সময় বন্যপ্রাণীরা বিশেষ করে হাতি, পাখি ও হনুমানে চিৎকার ও দাপাদাপিতে এলাকায় আতঙ্ক ছড়ায়।

Exit mobile version