Site icon Jamuna Television

রাসেলকে আরও ৫ লাখ টাকা দিলো গ্রীনলাইন

বাসচাপায় পা হারানো রাসেল সরকারকে আরও ৫ লাখ টাকা দিয়েছে গ্রীনলাইন পরিবহন। বাকি ৩৫ লাখ টাকা কিস্তি আকারে দেয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

আজ সোমবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের এ সময় দেন।

গ্রীনলাইন পরিবহনের নতুন আইনজীবী শাহ মঞ্জুরুল হকের সময় আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ১৫ অক্টোবর শুনানির পরবর্তী দিন ধার্য্য করেন।

আগামী সপ্তাহে আদেশ বাস্তবায়ন করে আসার নির্দেশ দেন আদালত। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রীনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান রাসেল সরকার।

Exit mobile version