Site icon Jamuna Television

ট্যাটু এঁকে এখন চোখ হারানোর পথে

কানাডিয়ান এক নারী চোখের মণিতে ট্যাটু এঁকে এখন অন্ধ হওয়ার পথে। খবর ডেইলি মেইলের। কানাডিয়ান ক্যাট গ্যালিনজার (২৪)  একজন মডেল। গত সেপ্টেম্বর মাসে অটোয়াতে ডান চোখের সাদা অংশে বেগুনি ট্যাটু এঁকেছিলেন। কিন্তু তারপর থেকেই তার চোখ থেকে পানি পড়তে থাকে, কিছুদিন পর চোখ ফুলে উঠে। ধীরে ধীরে দৃষ্টিশক্তি কমে আসছে। হাসপাতালে গেলে ডাক্তাররা জানিয়েছেন, তার দৃষ্টিশক্তি ক্ষয়ে যাচ্ছে। এবং একপর্যায়ে তিনি পুরোপুরি অন্ধ হয়ে যেতে পারেন।

সম্প্রতি ক্যাট গ্যালিনজার ট্যাটু আঁকা নিয়ে অন্যদের সচেতন করতে তার ফেসবুকে নিজের চোখের বর্তমান ছবি পোস্ট করেন। তিনি বলেন, যারা এভাবে ট্যাটু আঁকার চিন্তা করছেন, এখনই সচেতন হোন। আমি চাই আমার সাথে যা ঘটেছে তা যেনো অন্যকারো সাথে না ঘটে। এটা খুবই হৃদয়বিদারক।

এদিকে চোখের ডাক্তাররা চোখে ট্যাটু আঁকাকে ঝুকিপূর্ণ চিহ্নিত করে সতর্কবার্তা দিয়েছেন। চোখে এমনটি করার ফলে স্বল্প মেয়াদে বিভিন্ন ঝুঁকির পাশাপাশি দীর্ঘ মেয়াদে চোখের দৃষ্টি হারাতে পারেন।

 

Exit mobile version