Site icon Jamuna Television

গলাপানিতে নেমে বন্যার প্রতিবেদন!

পাকিস্তানের পাঞ্জাবপ্রদেশে ভয়াবহ বন্যায় ভেসে গেছে প্রত্যন্ত অঞ্চল। বিপুল ক্ষতির মুখে কৃষকরা।

কিন্তু পরিস্থিতি কতটা ভয়াবহ তা দর্শকদের বোঝাতে গলাপানিতে নেমে লাইভ রিপোর্ট করেন আজাদার হুসেন নামে পাকিস্তানি এক সাংবাদিক।

প্রাকৃতিক বিপর্যয়ের মুখে জীবনবাজি রেখে খবর সংগ্রহ হামেশাই করে থাকেন সাংবাদিকরা। খবরের সত্যতা তুলে ধরতে দুবার ভাবেন না জীবনের কথা।

এমন একাধিক নজির আমরা দেখেছি। তাই বলে গলাপানিতে নেমে…। হ্যাঁ, বন্যার লাইভ রিপোর্টিং করতে গিয়ে অভিনব পন্থা বেছে নিলেন ওই পাক সাংবাদিক।

বন্যায় কতটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার প্রমাণ দেখাতে গলাপানিতে নেমে পড়েন আজাদার হুসেন।

পানির ওপরে শুধু রিপোর্টারের মাথা আর বুম। ওই অবস্থায় তিনি তুলে ধরলেন সিন্ধু নদের পানি কতটা বিপদসীমার ওপর দিয়ে বইছে।

ওই পাক সাংবাদিকের রিপোর্টং দেখে তাজ্জব বনে গেছে সোশ্যাল মিডিয়া। তার সাহসকিতায় মুগ্ধ নেটিজেনরা প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ অবশ্য মশকরা করতেও ছাড়ছেন না! তারা বলেছেন, একেই বলে খবরের গভীরে গিয়ে রিপোর্টিং করা।

Exit mobile version