Site icon Jamuna Television

বেনাপোলে ইছামতি নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার

বেনাপোল প্রতিনিধি:

বেনাপোলের দৌলতপুর সীমান্তবর্তী ইছামতি নদী থেকে আজ সোমবার সকালে ইশারত নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ইশারত বেনাপোলের ভবারবেড় গ্রামের আইয়ুব মুন্সি ছেলে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালেহ মোহাম্মদ মাসুম করিম জানান, সকালে ইছামতি নদীতে একটা লাশ ভাসতে দেখে দৌলতপুর গ্রামের লোকজন থানায় জানায়। পরে নদী থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে কিভাবে মারা গেছে ময়না তদন্ত ছাড়া বলা সম্ভব নয়।

পরিবারের লোকজন জানান, ইশারত দীর্ঘদিন ধরে মৃগীরোগে আক্রান্ত ছিল। হয়তো সে নদী পার হয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিল কিন্ত পানিতে নামার পর মৃগীরোগ দেখা দিলে সে আর উঠতে না পারায় পানিতে ডুবে মারা গেছে।

Exit mobile version