Site icon Jamuna Television

৮০ লাখ টাকাসহ আটক: জেলখানায় ঘুষ বাণিজ্যর মামলা হচ্ছে পার্থ গোপালের বিরুদ্ধে

৮০ লাখ টাকাসহ গতকাল রাজধানী থেকে আটক সিলেট রেঞ্জের ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে আজ আদালতে নেয়া হবে।

আজ সোমবার সকালে তাকে দুদকে নেয়া হয়। সেখানে দুদকের উপ-পরিচালক মাহবুব আলম বলেন, পার্থ গোপালের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হবে। জেলখানায় ঘুষ বাণিজ্যর জন্য তাকে মামলা মোকাবিলা করতে হবে বলেও জানান দুদক উপ পরিচালক।

এছাড়া মানি লন্ডারিং, হাতেনাতে টাকা পাওয়া ও ক্ষমতার অপব্যবহার আইনেও মামলা হবে তার বিরুদ্ধে।

দুদক কর্মকর্তা বলেন, তার অন্য সম্পদ কোথায় কত রয়েছে তা খোঁজা হচ্ছে। পার্থ গোপালের ভুতেরগলির বাসাটি তার শ্বাশুড়ির নামে বলেও জানান মাহবুব আলম।

Exit mobile version