Site icon Jamuna Television

অবশেষে সিনেমায় নাম লেখালেন শাহরুখপুত্র, প্রথম ছবিতেই বড় চমক

অবশেষে যবনিকা পতন। শাহরুখ পুত্র আরিয়ান কোন পেশায় যাবেন তা নিয়ে জল্পনার শেষ নেই। অবশেষে জানা গেল, তিনিও অভিনয়ের জগতেই পা রাখতে চলেছেন। খুব শীঘ্রই নিজের প্রথম ছবির কাজ শুরু করতে চলেছেন তিনি।

ভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, দক্ষিণী ছবির মাধ্যমেই অভিনয় শুরু করবেন তিনি। পরিচালক গুণাশেখরে ছবি হিরণ্যকশিপু ছবিতে কাজ করছেন আরিয়ান। এই ছবিতে আরিয়ানের সঙ্গে অভিনয় করবেন বাহুবলী খ্যাত প্রভাস ও রাণা ডগ্গুবতি। এছাড়াও বাহুবলী ছবিরই দুই নায়িকা অনুষ্কা শেট্টি ও তমান্না ভাটিয়াও এই ছবিতে অভিনয় করবেন।

হিরণ্যকশিপু ছবির মূল চরিত্রেই অভিনয় করেছেন বলে জানা গিয়েছে। শাহরুখ পুত্র আরিয়ানও এই ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্র অভিনয় করবেন বলে জানা গিয়েছে। তবে এ বিষয়ে স্পষ্ট করে কিছু জানাননি ছবির পরিচালক।

প্রসঙ্গত, কিছুদিন আগেই দ্য লায়ন কিং হিন্দি-তে সিম্বার চরিত্রে কণ্ঠ দিয়েছেন আরিয়ান। তবে দক্ষিণী ছবি দিয়ে কেরিয়ার শুরু করলেও, বলিউডকেই যে তিনি পাখির চোখ করেছেন তা বলাই যায়। আরিয়ান ডেবিউ করার পরেই যে শাহরুখ কন্যা সুহানা নিয়ে মানুষের কৌতূহল বাড়বে, তা বলাই যায়।

Exit mobile version