Site icon Jamuna Television

ডেঙ্গুর বিস্তার যতই ভয়াবহই হোক না কেন, মোকাবেলা করা হবে: ওবায়দুল কাদের

ডেঙ্গুর বিস্তার যতই ভয়াবহই হোক না কেন, সম্মিলিতভাবে ডেঙ্গু মোকাবেলা করা হবে। এমনটাই জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে এ কথা জানান তিনি।

বৈঠকে বিদেশ থেকে টেলিফোনে অংশ নেন প্রধানমন্ত্রী। এসময় প্রধানমন্ত্রী প্রায় ২৫ মিনিট কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন পরে থাকার কারণে ওষুধ কার্যকর নাও থাকতে পারে, তাই প্রধানমন্ত্রী কার্যকর মশার ওষুধ ছিটানোর নির্দেশ দিয়েছেন। আওয়ামী লীগ ৩১ জুলাই, ২, ও ৩ আগস্ট সারাদেশে জনসচেতনতা ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালাবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অভিযোগকারী প্রিয়া সাহার পেছনে কারা আছে তা খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

Exit mobile version