Site icon Jamuna Television

বেনাপোলে ৭৫০ গ্রাম স্বর্ণসহ ৩ ভারতীয় আটক

বেনাপোল সীমান্তে বাংলাদেশ থেকে ভারত প্রবেশকালে স্বর্ণ পাচারের দায়ে আজ আবারো ৩ জন বিদেশি নাগরিক আটক করেছে শুল্ক গোয়েন্দা। আটক যাত্রীদের নাম ধীমান সরকার, নীতিন সিং ও মহেশ লাল শাহ।

গোপন সংবাদের ভিত্তিতে মহেশ লাল শাহের জিন্স প্যান্টের ভিতর থেকে প্রতিটি ৭৫ গ্রামের ৪ পিস স্বর্ণ উদ্ধার করে শুল্ক গোয়েন্দা। পরে সন্দেহজনকভাবে ধীমান সরকার ও নীতিন সিং কেও তল্লাশি করা হয়। শুল্ক গোয়েন্দা পরে ধীমানের কাছ থেকে ৬ টি ও নিতীনের থেকে ৭ টি স্বর্ণের টুকরা উদ্ধার করে। তারা তিনজনই জিন্স প্যান্টের নীচের দিকের অংশে সেলাই করে এই স্বর্ণ লুকিয়ে রেখেছিলেন। কোনরূপ ঘোষণা না দিয়ে ইমিগ্রেশন ও কাস্টমস আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল বন্দরের জিরো পয়েন্ট অতিক্রমকালে তাদেরকে চ্যালেন্জ করা হয়। আটক স্বর্ণের মোট ওজন ৭৫০ গ্রাম। এর মূল্য প্রায় ৩৭ লক্ষ টাকা। আটক যাত্রীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

Exit mobile version