Site icon Jamuna Television

কারাগারে ঘুষ বাণিজ্য: পার্থ গোপাল এখন কারাগারে

৮০ লাখ টাকাসহ সিলেটের ডিআইজি প্রিজনস পার্থ গোপাল বণিককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তাঁর বিরুদ্ধে দুপুরে দুদক ঘুষগ্রহণ, অর্থপাচার ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা দায়ের করা হয়।

বিকালের দিকে পার্থ গোপালকে কারাগারে নিলে এ আদেশ দেন মহানগর দায়রা জজ আদালত। রোববার ভূতের গলির বাসা থেকে ৮০ লাখ টাকাসহ তাকে আটক করে দুদক কর্মকর্তারা। চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানাকে টাকাসহ গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে পার্থ বণিকের নাম প্রকাশ করে। তারপ্রেক্ষিতে দুদক কার্যালয়ে পার্থ বণিককে জিজ্ঞাসাবাদের পর তার বাসায় অভিযান চালায় দুদক কর্মকর্তারা। পার্থ বণিক উদ্ধার হওয়া টাকা বৈধ দাবি করে বলেন এটা তার সারা জীবনের সঞ্চয়।

Exit mobile version