Site icon Jamuna Television

মানিকগঞ্জে ছাত্রলীগের মশক নিধন অভিযান

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ
মানিকগঞ্জে শিক্ষার্থীদের সুরক্ষা দিতে ও বিভিন্ন ক্যাম্পাসকে ডেঙ্গুমুক্ত রাখতে মশক নিধন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার দুপুরে সরকারি দেবেন্দ্র কলেজ ক্যাম্পাস, শিক্ষকদের বাসভবন, ছাত্রী হোস্টেল, মডেল হাইস্কুল, জেনিথ স্কুল ক্যাম্পাসসহ আশপাশের এলাকায় মশক নিধনে স্প্রে করেন তারা।

ডেঙ্গু প্রতিরোধে ছাত্রলীগের এমন উদ্যোগে খুশি সাধারণ শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা।

জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক কাজী জুনায়েদ হোসেন প্রতীকের নেতৃত্বে মশক নিধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি শফিকুল ইসলাম সানভি, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, পৌর ছাত্রলীগ নেতা শাহিনুর ইসলাম,ফেরদৌস খান অনি,আশিক প্রমূখ।

ছাত্রলীগ নেতারা বলেন, সারাদেশে ডেঙ্গু ভয়াবহু রুপ নিচ্ছে। মানিকগঞ্জ জেলাতেও ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। পৌরসভাসহ সরকারের বিভিন্ন দপ্তর ও সংস্থা মশা নিধনে কাজ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে ও কেন্দ্রীয় ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর অনুপ্রেরণায় জেলা ছাত্রলীগ মশক নিধন কর্মসূচি হাতে নিয়েছে।

প্রসঙ্গত, সারাদেশের মতো মানিকগঞ্জেও ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন রোগী। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে।

Exit mobile version