Site icon Jamuna Television

‘বিড়িবাবা’র ভন্ডামী বন্ধে কঠোর নির্দেশ পুলিশের

শরীয়তপুর প্রতিনিধিঃ
চার বছরের শিশুকে “বিড়িবাবা” বানিয়ে প্রতারণা! শিরোনামে যমুনা অনলাইনে গতকাল সংবাদ প্রকাশের পর তদন্তে যায় পুলিশ। এ সময় পুলিশের ভেদরগঞ্জ-সখিপুর সার্কেলের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার কল্লোল কুমার দত্ত ও ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ছিলেন।

এএসপি কল্লোল কুমার দত্ত বলেন, পরিবারটি ছোট একটি শিশু দিয়ে মানুষের সাথে প্রতারণা করছে। চিকিৎসার নামে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে অর্থ নিয়ে তাদেরকে ঠকাচ্ছে। সব তাদের সাজানো ঘটনা। এসব বন্ধে তাদেকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। বন্ধ না হলে পরবর্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version