Site icon Jamuna Television

বেনা‌পো‌লে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানার পুটখালী সড়কের চৌধুরী ইটভাটার সামনে থেকে সোমবার বেলা ৪ টার দিকে ৬ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ইয়াবা ব্যবসায়ী ফরহাদ হোসেন। সে পুটখালী গ্রামের জয়নাল মিস্ত্রির ছেলে।

বেনাপোল পোর্ট থানার এসআই রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ফরহাদকে আটক করে তার কোমরে থাকা ব্যাগ থেকে ৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে পোর্ট থানায় মামলা হয়েছে।

Exit mobile version