Site icon Jamuna Television

ব্রাজিলে কারাগারে সংঘর্ষে নিহত ৫২

ব্রাজিলের পারা প্রদেশে একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় মারা গেছে কমপক্ষে ৫২ জন। সোমবার, টানা পাঁচ ঘণ্টা চলে সহিংসতা।

কর্তৃপক্ষ জানায়, আলতামিরা কারাগারে সোমবার সকালে দু’দলের কয়েদির মাঝে কথা কাটাকাটি। এর রেশ ধরে শুরু হয় খুনোখুনি। শিরোশ্ছেদ করা হয় ১৬ জনের।

বেশ কয়েকটি সেলে আগুন লাগিয়ে দিলে দমবন্ধ হয়ে বাকিরা প্রাণ হারান। সহিংসতা চলাকালে দায়িত্বরত নিরাপত্তারক্ষীদের আটক রাখা হয়।

প্রশাসন জানিয়েছে, সংঘাতের সাথে যাদের সংশ্লিষ্টতা মিলবে, তাদের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। গণমাধ্যমের অভিযোগ, দুশো’ জনের ধারণক্ষমতা সম্পন্ন কারাগারটিতে রাখা হয়েছিল ৩০৯ কয়েদিকে।

Exit mobile version