Site icon Jamuna Television

একদিনে ৩৫ কোটি গাছ লাগিয়েছে ইথিওপিয়া

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করতে ইথিওপিয়াতে একদিনে রোপণ করা হয়েছে ৩৫০ মিলিয়ন বা ৩৫ কোটি গাছ। যা একটি বিশ্ব রেকর্ড। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ স্বয়ং এই প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন।

এমনকি সরকারি কর্মকর্তারাও যেন বৃক্ষরোপণ কাজে অংশ নেয়ার সুযোগ পায় সেই জন্য রাখা হয়েছিলো সরকারি অফিস বন্ধও।

জাতিসংঘের হিসেব অনুযায়ী, বিংশ শতকের শুরুর দিকে ইথিওপিয়ার বনভূমির পরিমাণ ছিল প্রায় ৩৫ শতাংশ। কিন্তু ২০০০ সালের শুরুর দিকে তা নেমে আসে প্রায় ৪ শতাংশের কাছাকাছি।

তাই বনভূমি সংরক্ষণের জন্য স্বেচ্ছাশ্রমে ১২ ঘণ্টায় দেশটিতে মোট ৩৫ কোটি গাছ রোপণ করা হয়।

তবে ইথিওপিয়া সরকার জানিয়েছে স্থানীয় জাতের মোট ৪ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে তাদের।

একদিনে রেকর্ড সংখ্যক গাছ রোপণ করার বর্তমান রেকর্ডটি রয়েছে ভারতের দখলে। ২০১৬ সালে দেশটিতে একদিনে ৫ কোটি গাছ রোপণ করা হয়েছিল।

Exit mobile version