Site icon Jamuna Television

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আজ সকালে শৈলকুপা উপজেলার দোহারো গ্রামে এ ঘটনা ঘটে।

শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, ঝিনাইদহের শৈলকুপার হাকিমপুর ইউনিয়নের দোহারো গ্রামের বর্তমান মেম্বর মোশারফ হোসেন মুসা ও সাবেক মেম্বর গোলাম আলী মোরাদের সমর্থকদের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে গোলাম আলীর সমর্থক মোহন সর্দার বাড়ির সামনে একটি ঘর তুলতে যায়। এসময় মোশারফ হোসেনের সমর্থক ফজল সর্দার বাঁধা দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন ঢাল, সরকি, রামদা, লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়।

খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তেজনা থাকায় ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version