Site icon Jamuna Television

ভারতীয় দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের গণমিছিল

ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর মিথ্যা অজুহাতে জুলুম-নির্যাতনের প্রতিবাদে ঢাকায় ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিল নিয়ে যাত্রা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

সকাল ১০টায় রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ চত্বরে থেকে দলটির নেতা কর্মীরা স্মারকলিপি প্রদানের উদ্দেশে ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করে। দলটির আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম গণমিছিলে নেতৃত্ব দিচ্ছেন। দূতাবাস প্রাঙ্গণে গিয়ে দলটির জ্যেষ্ঠ রাজনৈতিক নেতৃবৃন্দ, ওলামা-মাশায়েখ, দীনদার ব্যক্তিবর্গ ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে বক্তব্য রাখার কথা রয়েছে।

Exit mobile version