Site icon Jamuna Television

সেফটি ট্যাংকে নেমে ২ নির্মাণ শ্রমিকের মৃত্যু

ষ্টাফ রিপোটার সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলায় পৌর শহরের নির্মাণাধীন একটি মার্কেটের নিচে সেফটি ট্যাংকে নেমে দুইজন নির্মাণ শ্রমিক নিহত এবং অপর একজন শ্রমিক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার শ্যামপুর গ্রামের আসাদুল ইসলামের ছেলে রেজাউল করিম (৩৮) এবং শাহজাদপুর উপজেলার শিমুলতলী গ্রামের আব্দুস সালামের ছেলে আলামিন (৩০)। অসুস্থ হোসেন আলী (২৮) উল্লাপাড়ার বালসাবাড়ী গ্রামের বাসিন্দা। তাকে উল্লাপাড়া কাওয়াক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লাপাড়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মোস্তফা ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে উল্লাপাড়া পাট ব্যবসায়ী রাম সাহা ও রবির সাহার নির্মাণাধীন মার্কেটের নির্মাণ শ্রমিক রেজাউল ও আলামিন গভীর সেপ্টি ট্যাংকের ভেতরে নেমে সার্টার খোলার সময় অসুস্থ হয়ে চিৎকার শুরু করেন। পরে নির্মাণ শ্রমিক হোসেন আলীসহ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ওই ট্যাংকিতে নেমে তাদের উদ্ধার করেন। ইতোমধ্যে রেজাউল ও আলামিন মারা যান।

গুরুতর অসুস্থ অবস্থায় হোসেন আলীকে হাসপাতালে পাঠানো হয়।

পরিদর্শক গোলাম মোস্তফা আরো জানান, ওই সেফটি ট্যাংকে কার্বন মনোক্সাইড গ্যাসের কারণে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে বলে ধারনা করছে পুলিশ।

Exit mobile version