Site icon Jamuna Television

ডেঙ্গু রোগীকে ২ দিনে ৬৮ হাজার টাকার ওষুধ, মোট বিল ১ লাখ ৩০ হাজার!

রহিমা বেগম নামে এক নারী ডেঙ্গু জ্বর নিয়ে গত ২৮ জুলাই ভর্তি হন রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে। দু’দিন পর আজ মঙ্গলবার (৩০ জুলাই) তিনি মারা যান।

এই দু’দিনে রহিমার চিকিৎসা বিল উঠেছে ১ লাখ ৩০ হাজার ৭০৯ টাকা। এরমধ্যে শুধু ওষুধের পেছনেই ৬৮ হাজার ৯৭ টাকা খরচ হয়েছে বলে দেখানো হয়েছে। এছাড়া এই সময়ের মধ্যে দুইজন চিকিৎসক ৩ বার রোগীকে দেখেছেন (অধ্যাপক ফখরুন্নেসা ২ বার ও অধ্যাপক মোহাম্মদ আলী হোসাইন ১বার)। এজন্য বিল করা হয়েছে সাড়ে ৭ হাজার টাকা।

এছাড়াও রয়েছে আইসিইউ, এইচডিইউ ইত্যাদি ও কয়েকটি টেস্টের বিল। রোগী মারা যাওয়ার পর তার স্বজনদের হাতে এই দীর্ঘ বিলের তালিকা তুলে দেয়া হয়।

এদিকে আজ মঙ্গলবার সকালে গ্রীন লাইফ হজাসপাতালে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন, গ্রীন লাইফের বিরুদ্ধে ডেঙ্গু টেস্টে সরকার নির্ধারিত ফি’র বেশি টাকা নেয়ার প্রমাণ পেয়েছেন তারা।

নির্ধারিত মূল্যের বেশি অর্থ নেয়ায় আগামীকাল শুনানির জন্য ডাকা হয়েছে গ্রীন লাইফ কর্তৃপক্ষকে।

Exit mobile version