Site icon Jamuna Television

এবার ‘বন্ড স্টাইলে’ কলেজছাত্রকে কুপিয়ে জখম

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

বরগুনার সেই নয়নবন্ড স্টাইলে এবার সাপ্তাহিক হাটের দিন প্রকাশ্য চাপাতি দি‌য়ে কু‌পি‌য়ে গুরুতর জখম করা হয়েছে এক কলেজ ছাত্রকে।

মঙ্গলবার সকালে কলাপাড়া উপ‌জেলার মহিলা কলে‌জ গেট সড়কে এই সশস্ত্র হামলার শিকার হয় কলেজছাত্র মনিরুল। স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় কলাপাড়া হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তা‌কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন।

মনিরুল জানায়, কোন কিছু বু‌ঝে উঠার আ‌গেই শামিম ও মাইনুলের নেতৃ‌ত্বে একদল সন্ত্রাসী তাকে চাপাতি দিয়ে কোপাতে থাকে। প‌রে জিআই পাইপ দিয়ে পিটিনো হয়।

মনিরুলের বাম হাত ও ডান চোখ গুরুতর জখম হয়। আহত মনিরুল মোজাহার উদ্দিন বিশ্বাস সরকারি ক‌লে‌জের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। তার বাবার নাম শাহজাহান মাতুবর।

অ‌ভিযুক্ত শা‌মিম ও মাইনুল স্থানীয় বখা‌টে ব‌লে জানা গে‌ছে।

কলাপাড়া থানার ওসি মনিরুল ইসলাম জানান, মূল আসামিদের গ্রেফতার অভিযান চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য একজনক আটক করা হয়েছে।

Exit mobile version