Site icon Jamuna Television

নাতনীকে ধর্ষণ চেষ্টার দায়ে দাদার কারাদণ্ড

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ শহরে ৫ বছর বয়সী আপন নাতনীকে ধর্ষণের চেষ্টার দায়ে ৭০ বছর বয়সী দাদাকে ৭ বছরের কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে আসামির উপস্থিতিতে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত আব্দুস সাত্তার (৭০) শহরের কোবদাসপাড়া মহল্লার বাসিন্দা।

পিপি শেখ আব্দুল হামিদ লাভলু জানান, ২০১৭ সালের ১৯ আগস্ট কোবদাসপাড়ার আব্দুস সাত্তার তার নাতনীকে নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। বিষয়টি শিশুটি তার মাকে জানালে মা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। হাসপাতালে শিশুটির শারীরিক পরীক্ষা শেষে গঠিত মেডিকেল বোর্ড শিশুটিকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত এ রায় প্রদান করেন।

Exit mobile version