Site icon Jamuna Television

এডিস মশার লার্ভা থাকায় ভবন মালিককে ১ লাখ টাকা জরিমানা

এডিস মশার লার্ভা থাকায় রাজধানীর শান্তিনগরের স্কাই ভিউ ফাউন্ডেশন ভবনের মালিককে ১ লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। অনাদায়ে এক মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার দুপুরে শান্তিনগর এলাকায় কয়েকটি নির্মাণাধীন ভবনে মশা নিধন কার্যক্রম চালানো হয়।

এসময় মেয়র সাঈদ খোকন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় মশা নিধনে নতুন ঔষধ আনার প্রক্রিয়া চলছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুততম সময়ে কার্যকর ঔষধ সংগ্রহ করা হবে। প্রয়োজনে তা বিমানে করে আনা হবে।

সর্বশক্তি দিয়ে মোকাবেলায় মাঠে আছেন উল্লেখ করে জনগণের সহোযোগিতা কামনা করেন মেয়র। জানান, ৫৭টি ওয়ার্ডে মশা নিধনের অভিযান অব্যাহত থাকবে। নির্বাহী কর্মকর্তা কোথাও মশার লার্ভার স্থান পেলে ব্যবস্থা নিবেন।

Exit mobile version