Site icon Jamuna Television

মাদ্রাসা ছাত্রকে গলাকেটে হত্যায় দুই শিক্ষকের ৫ দিনের রিমান্ড

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় মাদ্রাসা ছাত্র আবির হুসাইনকে বলাৎকার ও মাথাকেটে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত দুই শিক্ষককে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার আমলী আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুল খালেক ৭ দিনের রিমান্ড আবেদন করেন। বিজ্ঞ আদালতের বিচারক পাপিয়া নাগ উভয় পক্ষের আইনজীবীর শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকালেই কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে দুই শিক্ষককে নেওয়া হয় জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে।

গত ২৪ জুলাই চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের নুরানী হাফিজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র আবির হুসাইনের মাথাকাটা মরদেহ উদ্ধার করা হয়। মাদ্রাসার কাছে একটি আম বাগানে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়। হত্যার পর গুম করা হয় ওই মাদ্রাসা ছাত্রের মাথা। এর একদিন পর র‌্যাব পুলিশের অভিযানের মাদ্রাসার পাশের একটি পুকুর থেকে ডুবুরিরা উদ্ধার করে নিহত ছাত্রের মাথা।

পুলিশ এ ঘটনায় মাদ্রাসার ৫ শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। দুই দিন পর মাদ্রাসার সুপার মুফতি আবু হানিফ ও তামিম বিন ইউসুফকে গ্রেফতার দেখানো হয়।

Exit mobile version