Site icon Jamuna Television

ফের মিন্নির জামিন নামঞ্জুর

বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নির জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। শুনানি শেষে দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহম্মদ আসাদুজ্জামান এই আদেশ দেন।

শুনানিতে মিন্নির আইনজীবীকে সহায়তা করেন আইন ও সালিশ কেন্দ্র এবং ব্লাস্টের আইনজীবীরা। মিন্নির পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তারা। এর আগে গত ২২ জুলাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত মিন্নির জামিন নামঞ্জুর করেন। গত ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। আলোচিত এই হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়। এজাহারভুক্ত ৪ আসামি এখনও পলাতক।

Exit mobile version