Site icon Jamuna Television

ধানের বীজ খাওয়ার অপরাধে মুরগিকে দণ্ড!

কুড়িগ্রাম প্রতিনিধি
ধানবীজ খাওয়ার অপরাধে দুই মুরগিকে খোয়াড়ে দিয়েছে জমির মালিক। এখন নির্দিষ্ট পরিমান জরিমানা গুণে দণ্ড থেকে মুক্ত করতে হবে মুরগির মালিক পক্ষকে। এমন ব্যতিক্রম ঘটনা ঘটেছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কেদার ইউনিয়নের গোলের হাট গ্রামে।

জানা যায়, কৃষক কারী মাহাবুর রহমানের বীজতলায় কচি কচি চারা ধান খাওয়ায় আজ সকালে দুটি মুরগি ধরে স্থানীয় গবাদি পশুর খোয়াড়ে দিয়েছেন তিনি।
তবে মুরগি দুটির মালিক কে বা কারা তা জানা যায়নি। মুরগি যারই হোক তাকে জরিমানা বাবদ দুটি মুরগির জন্য ৬০ টাকা দিতে হবে। এছাড়াও দিন যত যাবে খাওয়ার খরচ দিতে হবে।

এই বিষয়ে কেদার ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান এলাকায় খোয়াড় থাকার কথা স্বীকার করে তিনি বলেন, আমি এখনও শুনিনি। এমন ঘটনা ঘটে থাকলে এটাই প্রথম। যা এলাকায় হাস্যকর পরিস্থিতি সৃষ্টি করবে বলে আমার মনে হয়।

Exit mobile version