Site icon Jamuna Television

ডেঙ্গু জ্বরে পুলিশ সদস্যের স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধিঃ

ডেঙ্গু জ্বরে আক্তান্ত হয়ে রুপা আক্তার জনি খান (২৭) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকার শ্যামলীর ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়। জনি টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারটিয়া গ্রামের মুক্তিযোদ্ধা আব্দুল কাদের খানের মেয়ে।

নিহত রুপা আক্তারের চাচাতো ভাই এমডি সালাউদ্দিন খান সোহান জানান, রুপা আক্তার জনি তার স্বামী পুলিশ কনস্টেবল মোঃ দুলাল হোসেনের সাথে রাজারবাগে থাকাতো। কয়েকদিন আগে তার জ্বর আসে। পরে তাকে রাজারবাগ পুলশ হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। সেখানে তার ডেঙ্গু জ্বর ধরা পড়ে।

এরপর ২৭ জুলাই তাকে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকরা জানিয়ে দেন রোগীটি ৯৫ ভাগ বাঁচার সম্ভাবনা নেই। এ কথা শোনার পর তারা রুপা আক্তার জনি খানকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান। সেখানেই আজ দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

Exit mobile version