Site icon Jamuna Television

ভারতীয় পশুর চালানসহ চোরাই মালামাল আটক

২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবি বাংলাদেশ সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় গবাদি পশু (গরু)’র চালানসহ বিপুল পরিমান চোরাই মালামাল আটক করেছে।

আটককৃত মালামালের মুল্য প্রায় আড়াই লক্ষাধিক টাকা।

মঙ্গলবার রাতে বিজিবি ব্যাটালিয়ন হোডকোয়াটার্সের মিডিয়া সেল জানায়, তাহিরপুরের টেকেরঘাট বিওপির বিজিবি টহল দল সোমবার রাতে সীমান্তবর্তী বড়ছড়া থেকে ভারত থেকে বিনা শুল্কে নিয়ে আসা এক হাজার ৪০০ কেজি চোরাই কয়লা আটক করে।

জেলার বিশ্বম্বরপুরের ডুলুরা বিওপির বিজিবি টহল দল ধোপাজান চলতি নদী হতে ভারত থেকে বিনাশুল্কে নিয়ে আসা নৌকা বোঝাই পাথর আটক করে।

জেলার দোয়ারাবাজারের মাঠগাঁও বিওপির টহল দল সীমান্তবর্তী উত্তর মাঠগাঁও নামক এলাকা থেকে ভারত থেকে চোরাই পথে নিয়ে আসা ৩টি গবাদিপশু (গরু) আটক করে।

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম যুগান্তরকে জানান, পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গোটা সীমান্ত এলাকায় মাদক, হুন্ডি, গবাদিপশুসহ যেকোন ধরনের চোরাচালান ও অপতৎপরতা প্রতিরোধ বিজিবির নিয়মিত টহল ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে।

Exit mobile version