Site icon Jamuna Television

সুলতানা কামালকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী

তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও মানবাধিকার কর্মী সালতানা কামালের স্বামী অ্যাডভোকেট সুপ্রিয় চক্রবর্তীর মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় টেলিফোনে তিনি সুলতানা কামালকে সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর বোন শেখ রেহানাও একই সময়ে সমবেদনা জানান।

আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য জানান।

তিনি বলেন, সুলতানা কামালের স্বামীর মৃত্যুতে শেখ হাসিনা ও শেখ রেহানা শোক জানিয়েছেন। তারা টেলিফোনে সুলতানা কামালের সঙ্গে কথা বলেছেন। এসময় সুলতানা কামালের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান প্রধানমন্ত্রী।

২৯ জুলাই রাত ৮টা ৪৪ মিনিটে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সুপ্রিয় চক্রবর্তী। মৃত্যুকালে তিনি স্ত্রী সুলতানা কামাল, এক মেয়ে দিয়া সুদেষ্ণা চক্রবর্তীসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। জীবদ্দশায় তিনি ময়মনসিংহের কুমুদিনী হাসপাতাল দাতব্য চিকিৎসালয়ে নিজের মরদেহ দান করে গেছেন।

Exit mobile version