Site icon Jamuna Television

জাবিতে গভীর রাতে পাঁচ তরুণীসহ ১০ বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী হলের দক্ষিণ পাশের বাগানের (সুইজারল্যাণ্ড) শেষ প্রান্ত থেকে পাঁচ তরুণীসহ ১০ জনকে আটক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার রাত ১টার দিকে তাদেরকে নেশাদ্রব্যসহ লেকের পাশ থেকে আটক করে প্রক্টরিয়াল টিম।

তাদের সঙ্গে জাবির ৪৫ ব্যাচের দর্শন বিভাগের ফাহিম মোকারম ছিলেন বলে প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান জানিয়েছেন।

তিনি বলেন, ‘সুইজারল্যান্ডের শেষ প্রান্তে বনের ভেতর কিছু ছেলে-মেয়ে একত্রে গান বাজনা করছে জানতে পেরে সেখানে যাই। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক অন্তত ১০ জন শিক্ষার্থীকে আটক করি। তাদের মধ্যে ৫ জন তরুণী ছিলেন।’

তিনি আরও জানান, ‘ফাহিম মোকাররম আমাদের দেখে প্রথমে চলে যায়। পরে আবার এসে আটকরা তার অতিথি বলে দাবি করে। তরুণীদের তাদের অভিভাবকের কাছে ফোন দিতে বলি। কিন্তু তারা অস্বীকৃতি জানায়।’

আটকদের মধ্যে একজন এর আগেও একবার নেশাগ্রস্ত অবস্থায় প্রক্টরিয়াল টিমের হাতে ধরা পড়েছিলেন বলে জানান প্রক্টর।

এক প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, ‘আটকদের অভিভাবকের সঙ্গে কথা বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় অভিভাবক অথবা সুনির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।’

Exit mobile version