Site icon Jamuna Television

নমিনেশন ফরম বিক্রি করে আওয়ামী লীগের আয় ১০ কোটি টাকা

আরপিও বিধি মোতাবেক আজ নির্বাচন কমিশনে দলের আয় ও ব্যায়ের হিসেব জমা দিয়েছে বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগ।

আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদনে দেখা যায়, ২০১৮ সালে আওয়ামী লীগের মোট আয় ২৪ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার টাকা। যা গত বছরের তুলনায় ১৯.৬৮ শতাংশ বেড়েছে। এবং ব্যয় হয়েছে ১৮ কোটি ৮৭ লক্ষ ৮০ হাজার টাকা। ২০১৭ সালে আয় হয়েছিলো ২০ কোটি ২৪ লাখ ৯৬ হাজার টাকা।

প্রতিবেদন থেকে জানা যায়, আয়ের ১০ কোটি ৫৬ লক্ষ ৫৩ হাজার টাকা দিয়ে দলের কেন্দ্রীয় কার্যালয় স্থাপন করা হয়েছে। নির্বাচনের সময় নমিনেশন ফরম বিক্রি করে আয় হয় ১০ কোটি ৮৮ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। এছাড়া অনুদান থেকে আয় করা হয় ৭ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ৩৫৫ টাকা। সংসদ সদস্যরা দেয় ৭৯ লাখ ২২ হাজার টাকা।

Exit mobile version